ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর কৃষি কৌশল বিভাগের উদ্যোগে ঢাকায় ‘স্মার্ট বাংলাদেশ:স্মার্ট কৃষি’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
০৫ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব কৃষিবিদ ওয়াহিদা আক্তার। বৈঠকে স্বাগত বক্তব্য প্রদান করেন আইইবির সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ শাহাদাৎ হোসেন শীবলু।
কৃষি কৌশল বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.মোয়াজ্জেম হুসেন ভূঞার সভাপতিত্বে সম্পাদক মো. মিছবাহুজ্জামান চন্দনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইইবির ভাইস প্রেসিডেন্ট খন্দকার মঞ্জুর মোর্শেদ, মনজুরুল হক মঞ্জু, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার ওয়ায়েস কবির এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আলম, বিনার মহাপরিচালক কৃষিবিদ ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
আলোচনায় বক্তারা বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে কৃষিকে স্মার্ট করতে হবে৷ সময়ের যেকোন সংকট মোকাবেলায় কৃষিই একমাত্র হাতিয়ার হতে পারে। কৃষি আধুনিক,স্বনির্ভর ও প্রযুক্তিগত উন্নত হলে স্মার্ট বাংলাদেশ দ্রুতই গড়া সম্ভব হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড.ইঞ্জিনিয়ার নাজমুন নাহার করিম, ইঞ্জিনিয়ার পরিতোষ কুন্ডু,অধ্যাপক ড.ইঞ্জিনিয়ার মো.আব্দুল মজিদ,ইঞ্জিনিয়ার মো.মোতালেব হোসেন সরকার, ড.ইঞ্জিনিয়ার মো.আলাউদ্দিন হোসেন,অধ্যাপক ড.ইঞ্জিনিয়ার চয়ন কুমার সাহা,অধ্যাপক ড.ইঞ্জিনিয়ার মো.আনিসুর রহমান, অধ্যাপক ড.ইঞ্জিনিয়ার পলি কর্মকার,অধ্যাপক ড.ইঞ্জিনিয়ার মো.রাকিব হাসান,ড.ইঞ্জিনিয়ার এরশাদ হোসেন,অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার দিলিপ কুমার রায়, ড.ইঞ্জিনিয়ার কামরুজ্জামান মিলন,ড.মো.গোলাম ফেরদৌস চৌধুরী,ড.ইঞ্জিনিয়ার মুহাম্মদ জাকারিয়া হোসেন, ইঞ্জিনিয়ার শেখ মো.নাজিম উদ্দিন প্রমুখ।