ইউপি সদস্য জাকির হোসেনের শুভেচ্ছায় ৫ শতাধিক দরিদ্র পরিবারে ঈদের খুশি

বড় কিছু হয়ে সাধারণ দরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে হবে এমন মনোভাব থেকে অনেকটা পিছু হেটে প্রতি বছরের ন্যায় এবারও একজন ইউপি সদস্য তার ওয়ার্ডের এবং অন্য এলাকারও প্রায় ৫শতাধিক পরিবারের মাঝে ঈদের খুশি ভাগাভাগি করে নিয়েছেন ঈদ-শুভেচ্ছা উপহার দিয়ে। তিনি বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২নং ওয়ার্ড’র ইউপি সদস্য মো. জাকির হোসেন। বৃহস্পতিবার ১৩ মে বিকেলে তিনি তার নিজ বাড়িতে বসে ওয়ার্ডের এবং অন্য এলাকার প্রায় ৫শতাধিক পরিবারের মাঝে ঈদ-সামগ্রী উপহার দেন। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১টি করে মুরগি, পোলার চাউল, সেমাই, চিনি, দুধ, ডাল, আলু, পেয়াজ, তৈল প্রভৃতি। স্থানীয়ভাবে জানাগেছে তিনি গত প্রায় ৫ বছর উদয়কাঠি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব ন্যায়-নিষ্ঠার সাথে পালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্ধে গ্রামীণ অব-কাঠামোকে শহুরের ন্যায় গড়ে তুলে এলাকাকে আলোকিত করেছেন। তিনি বলেন প্রতি বছরের ন্যায় এ বছরও এলাকার এবং বাহিরের প্রায় ৫ শতাধিক পরিপারে সামান্য উপহার দিয়েছি। তবে এটা আমার সফলতা নয়। পুরটাই গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। তার সফলতা ও ঐকান্তিক প্রচেষ্টা এবং প্রবল ইচ্ছা শক্তির জন্যই আমরা আজ দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারছি।