ঝুমু ইসলাম
এক সমুদ্র দু:খ বেঁচে
একটা সুখের পুকুর কিনবো।
যদি কিছু টাকা বাঁচে
ছোট্ট একটা খাঁচা কিনবো।
বাক্স বন্দী সুখ গুলো কে
খাঁচার ভেতর যত্নে পুষবো।
আমি একটা চুল্লি কিনে
দু:খ গুলো পুড়িয়ে দেব।
ভাবছি এবার দেখে শুনে
ছোট্ট একটা আকাশ কিনবো।
দু:খ গুলো মুছে দিয়ে
হাসি দিয়ে সাঁজিয়ে দেব।
আমার একটা বাগান ছিলো।
সুখের বাগান,হাসির বাগান।
একদিন এক দৈত্য এলো ।
সুখ গুলো সব কেড়ে নিলো।
সুখের বাগান শূন্য হলো।
মন খারাপের কষ্ট নিয়ে
মনের দুয়ার বন্ধ হলো।
হঠাৎ এক রাত দুপুরে
আমার দরজার কড়া নাড়ছে।
দরজা খুলে তাকিয়ে দেখি
পাহাড় সমান দু:খ এলো।
দু:খ এলে কান্না আশে,
থাকে না কেউ তখন পাশে।
ভাবছি এবার দু:খগুলো
সময় বুঝে নিলামে দেব।
হাতে গোনা যে টাকা হয়
ছোট্ট একটা পুকুর কিনবো।
সুখের পুকুর। দাম যদি হয় বাড়াবাড়ি ,
ছোট্ট একটা ডোবা কিনবো।
এবার আমি দু:খ গুলো
নদীর বানে ভাসিয়ে দেবো।