রংপুরে ভোট উৎসব হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ভোটের অতিবাহিত হওয়া আড়াই ঘণ্টা সময়ের মধ্যে কোনো অভিযোগ পায়নি সিইসি বলে জানান তিনি। এ সিটিতে সুষ্ঠুভাবে ভোট শেষ হবে বলেও আশা প্রকাশ করেন সিইসি।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসিটিভি ক্যামেরা দিয়ে ঢাকায় বসে নির্বাচন মনিটরিং করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
নির্বাচনে ২২৯টি কেন্দ্রে দুই লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী ভোটার রয়েছেন। দেখার বিষয় কতজন ভোটাধিকার তার ভোট প্রয়োগ করতে পারেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৬ জনের ফোর্স আর সাধারণ কেন্দ্রে ১৫ জনের ফোর্স রয়েছে।
সিইসি কাজী হাবিবুল আউয়াল আরো বলেন, ভোট উৎসবমুখর পরিবেশে হচ্ছে। ভোটারদের উপস্থিতিও সন্তোষজনক। ট্যাবের মাধ্যমে কক্ষে কক্ষে মনিটরিং করছি। ডিজিটালি যতটা সুন্দরভাবে নির্বাচনটা পর্যবেক্ষণ করা সম্ভব, করছি।
বেলা সোয়া এগারোটায় সিইসি সাংবাদিকদের বলেন, আমরা বলেছি এখন পর্যন্ত ভোট যথেষ্ট ভালো হয়েছে। শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে রংপুরে ভোট গৃহীত হবে বলে আশা প্রকাশ করছি।