সিরাজগঞ্জের তাড়াশে হাসি খাতুন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী বন্ধুর মোটরসাইকেলে চেপে ঘুরতে গিয়ে ছিটকে পড়ে নিহত হয়েছে।
সে পংরৌহালী গ্রামের আব্দুল খালেকের মেয়ে ও স্থানীয় জলিল নগর উচ্চ বিদ্যালয়ের এসএসসির পরীক্ষার্থী।
বুধবার (১৭ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে তাড়াশ উপজেলার নাদোসৈয়দপুর এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্র জানায়, হামকুড়িয়া গ্রামের মো. আলমের ছেলে সাব্বির রহমানের সাথে হাসি খাতুনের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে। বুধবার পরীক্ষা শেষে সাব্বিরের মোটরসাইকেলে তারা চলনবিল ঘুরতে বের হয়।
সন্ধ্যায় দিকে নাদোসৈয়দপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে স্পিডবেকারের সাথে ধাক্কা লাগে এতে পেছনে বসা হাসি খাতুন ছিটকে পড়ে আঘাত পায়। পরে এলাকাবাসী অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে এবং গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাত ১টায় দিকে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় হাসি খাতুন মারা গেছে। এ বিষয়ে কারো কোনো দাবি বা অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’