অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজের মেয়ে ক্রিকেট টিম। ঢাকা মহানগরী আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর খেলায় টান টান উত্তেজনার পর ৪০ রানে হারিয়েছে ঢাকা ইমপেরিয়াল কলেজের মেয়ে ক্রিকেট টিমকে।
আজ সোমবার (২ জানুয়ারি) মোহাম্মদপুরের ঢাকা রেসিডেনিসিয়াল মডেল কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। আয়োজক ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। এই বোর্ডের কলেজ পরিদর্শক ও শারীরিক শিক্ষা শাখার প্রফেসর আবু তালেব মোঃ মোয়াজ্জেমের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগীতার ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে সচিব প্রফেসর আজাদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ও আহবায়ক ছিলেন ঢাকা রেসিডেনিসিয়াল মডেল কলেজ ঢাকার ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ।
খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের মাঝে পুরুস্কার তুলে দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে সচিব প্রফেসর আজাদ হোসেন চৌধুরী। পরে দুই দল গ্রুপ ফটোসেশনে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন, কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সাইফুল আলম স্বজল, স্কুল কমিটির সভাপতি ইয়াহিয়া সোহেল এবং কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ ক্রিকেট টিমের কোচ, সবুজবাগ থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান শাহরিয়ার ও ইমপেরিয়াল কলেজের ক্রীড়া শিক্ষকসহ অনান্য শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।