কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজের পঞ্চাশ বছর পূর্তি বা সুবর্ণ জয়ন্তী জমকালোভাবে উদযাপন হতে যাচ্ছে । আগামীকাল শুক্রবার (৬ জানুয়ারি) শিক্ষা প্রতিষ্ঠানটির এ শুভলগ্নে সবুজবাগ বাসাবোর বৌদ্ধ মন্দির এতিমখানা খেলার মাঠে বিকাল ৪টায় আলোচনা পর্ব অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ঢাকা-৯ এর সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গভনিং বডির সভাপতি ইয়াহিয়া সোহেল।
উল্লেখ্য, শিক্ষা প্রতিষ্ঠানটিতে প্রায় ৫,০০০ শিক্ষার্থী রয়েছে। এটি সবুজবাগ-বাসাবো-মুগদা থানা এলাকার অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান। এ স্কুলে পচিশ (২৫,০০০) হাজার প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠিত কঅচইঝঈঅঅ নামে একটি অ্যালুমিনি অ্যাসোসিয়েশন রয়েছে।