সম্প্রতি বাংলাদেশ থেকে একদল প্রতিনিধি ইউরোপের দেশ কসোভো সফরে গেছেন। সেখানে কসোভোর রাষ্ট্রপতি ও দেশের সরকার প্রধান অধ্যাপক ভিয়োসা ওসমানীর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় কসোভোর রাষ্ট্রপতি আমাদের দেশের বর্তমান সরকারের সাথে কসোভোর সুসম্পর্কের কথা অভিহিত করেন।
বাংলাদেশের প্রতিনিধিদের পক্ষ থেকে স্টাইলিশ গ্রুপের চেয়ারম্যান ও ডিবিসি নিউজের পরিচালক সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ওরা বেশ আন্তরিক। বাংলাদেশকে ওরা বেশ ভালভাবে চেনেন এবং জানেন। এ দেশের ভাষা, যুদ্ধ-স্বাধীনতার ইতিহাসও ওদের অনেকের জানা।
এ সফর দুই দেশের মধ্যে পাস্পরিক সম্পর্ক আরো বেগবান হবে বলে মনে করেন উভয়ে।
বাংলাদেশের প্রতিনিধি দলটি কসোভোর রাজধানী প্রিস্টিনা শহরের মেয়র পারপারিম রামা এবং কসোভোর চেম্বার & কমার্সের সভাপতি লুলজিম রাফুনার সাথেও সাক্ষাত করেন। এতে দুইদেশের মধ্যে অতি শীঘ্রই বাণিজ্য সম্পর্ক স্থাপনের আগ্রহের কথা আলোচনা করা হয়।
পরে প্রতিনিধি দলটি কসোভোর রাজধানীর ভেনাস হোটেলে প্রতিবন্ধী মানুষের অধিকার আদায়ের জন্য বিশ্ব কংগ্রেস অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানের শুভেচ্ছাদূত এলভানা সাহালার সভাপতিত্বে কসোভোর পররাষ্ট্রমন্ত্রী,সংসদের স্পীকারসহ সে দেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের প্রতিনিধিসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।