বরিশাল নগরী সংলগ্ন কীর্তনখোলা নদীর বেলতলা খেয়াঘাট এলাকায় পরে ট্রলার শ্রমিক সোহেল খান (৩২) নামের এ ক যুবক নিখোঁজ হয়েছেন।
১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল দশটার দিকে কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ হওয়া ওই যুবক সোহেল খান দুইদিন আগে ট্রলারের শ্রমিক হিসেবে কাজ শুরু করেন।
বরিশাল সদর নৌ থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান, বেলতলা খেয়াঘাট দিয়ে কীর্তনখোলার পূর্ব তীরে চরমোনাই পীরের মাদ্রসায় ১৫ ফেব্রুয়ারী (বুধবার) থেকে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শুরু হবে। মুসুল্লীদের নদী পারাপারের জন্য ঘাটে বাঁধা একটি ট্রলারের পিছন থেকে আকস্মিকভাবে সোহেল নদীর পানিতে পরে নিখোঁজ হয়।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নজরুল ইসলাম জানান, খবর পেয়ে তাদের নৌ-স্টেশনের ডুবুরী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। নিখোঁজ সোহেল ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় গ্রামের আব্দুল জলিল খানের ছেলে।