কুয়াশার কারণে প্রথম ম্যাচ শুরু হবে বিলম্বে

বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি তামিম ইকবাল ও ইয়াসির আলী রাব্বির খুলনা টাইগার্স এবং নাসির হোসেনের ঢাকা ডমিনেটর্স। শক্তির বিচারে ঢাকার চেয়ে এগিয়ে খুলনা টাইগার্স।

তবে মাঠে শক্তি প্রদর্শনের আগে বিরূপ আবহাওয়ার মুখোমুখি হয়েছে আজকের বিপিএল। যে কারণে ম্যাচ শুরু করতে বিলম্ব।

ঘন কুয়াশায় ঢাকা চারপাশ। ফ্লাডলাইট জ্বলছে বেলা সাড়ে ১২ টা থেকে। তারপরও প্রথম ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হলো না। বেলা দেড়টায় ঢাকা ডমিনেটরস আর খুলনা টাইগার্স-এর নির্ধারিত ম্যাচটি যথা সময়ে শুরু করা গেলো না।

দুপুর ১টায় টস হওয়ার কথা ছিল; কিন্তু সোয়া একটাও টসের খবর নেই। কেন কী কারণে যথা সময়ে টস হচ্ছে না?

ম্যাচ রেফারি রকিবুল হাসান জানালেন, ‘কুয়াশার কারণে খেলা ৩০ মিনিট বিলম্বে শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই যথা সময়ে তথা বেলা ১টায় টস হয়নি। টস হবে বেলা দেড়টায়। আর ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।’