নি:সন্দেহে ক্রিকেট দেশের সবচে জনপ্রিয় খেলা। সেই খেলায় প্রথমবার অংশ নিয়েছিল কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ। আর তাতেই তাঁক লাগিয়ে দিয়েছেন রাজধানীর কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের ছেলে-মেয়েরা। উভয়েই অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ৫১ বছরের ইতিহাসে এক ইভেন্টে একই স্কুলের এটাই প্রথম দৃষ্টান্ত।
যশোর জেলা সদরে অনুষ্ঠিত জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫১তম আসরে এ ইতিহাস রচনা করেন কদমতলা স্কুল অ্যান্ড কলেজ। এই ইতিহাস রচনায় লাল-গালিচা সংবর্ধনাও দিয়েছে স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে অনেকে আবেগ-আপ্লুত হয়ে পড়েন।
গতকাল বুধবার আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ক্রিকেটারদের এ সংবর্ধনা জানানো হয়। এসময় স্কুলের গভর্নি বডির সভাপতি ইয়াহিয়া সোহেল, অধ্যক্ষ সাইফুল আলম সজল ও ক্রিকেট কোচ মোস্তাফিজুর রহমান শাহরিয়াসহ স্কুলের অনান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অভিভাবকরা তাদের সন্তানদের শিক্ষা ও খেলাধুলার বিষয়ে অনেক অভিজ্ঞতার কথাও তুলো ধরেন। পরে কেক ও মিষ্টি খাইয়ে ক্রিকেটারদের সঙ্গে ভালবাসা বিনিময় করেন স্কুল কর্তৃপক্ষ। এরপর তারা ( ক্রিকেটার ও শিক্ষকবৃন্দ) স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর নিমন্ত্রন গ্রহন করেন।
এই ক্রীড়া প্রতিযোগীতায় অংশ নিয়ে শুরুতে থানা পর্যায়ে, পরে মহানগর; তারপর জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হন কদমতলা। সবশেষ, ক্রিকেটে কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ প্রত্যেক অঞ্চলের প্রতিপক্ষ দলগুলোকে অনায়াসে হারিয়ে প্রথমবারের মতো জাতীয় শিরোপা ছিনিয়ে আনলো। ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন যথাক্রমে কদমতলা স্কুল অ্যান্ড কলেজে আলিফ মাহমুদ ও সুমাইয়া আক্তার।