গাজীপুরে শ্রমিক নিহতের গুজবে তিনটি বাসে আগুন

গাজীপুর মহানগরের ছয়দানা এলাকায় বাসের ধাক্কায় শ্রমিক নিহতের গুজবে তিনটি বাসে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে কয়েকটি বাসে ভাঙচুর চালানো হয়।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা এলাকায় এ ঘটনা ঘটে। এতে এই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক পোশাক শ্রমিক জানান, রাস্তা পারাপারের সময় অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস গার্মেন্টস শ্রমিকদের ধাক্কা দিলে কয়েকজন হতাহতের খবর ছড়িয়ে পড়ে। এসময় উত্তেজিত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে অনাবিল পরিবহনের তিনটি বাসে আগুন দেয় এবং কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়।

গাজীপুর মহানগর পুলিশের গাছা অঞ্চলের সহকারী কমিশনার মো. মাকসুদুর রহমান বলেন, বাসের ধাক্কায় একজনের মৃত্যুর খবর শুনেছি, তবে খবরের সত্যতা নিশ্চিত করতে পারিনি। পরে বিস্তারিত জানানো হবে।

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেন বলেন, বাসের ধাক্কায় এক শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে, তাকে এলাকাবাসী স্থানীয় তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। বাসের ধাক্কায় ওই শ্রমিক নিহতের গুজবে উত্তেজিত হয়ে ওঠেন শ্রমিকরা। একপর্যায়ে তারা অনাবিল পরিবহনের তিনটি বাসে আগুন দেন এবং কয়েকটি যানবাহনে ভাঙচুর চালিয়ে মহাসড়কে অবস্থান নেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বাসে উত্তেজিত জনতার দেওয়া আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে।

জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশাররফ হোসেন বলেন, উত্তেজিত শ্রমিকরা তিনটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে। আগুন নেভাতে গিয়ে শ্রমিকদের বাধার মুখে পড়তে হয়েছে তাদের। তারা মাঝেমধ্যেই ইটপাটকেল নিক্ষেপ করছে। পুলিশি নিরাপত্তাবেষ্টনীর মধ্যে রাত পৌনে ৯টা পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছিল।