গোলাপবাগ মাঠ বিএনপি নেতাকর্মীদের পদচারণায় মুখরিত

অনুমতি মিলতেই রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের কাছে গোলাপবাগ মাঠ বিএনপির নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোলাপবাগ মাঠে হাজার হাজার নেতাকর্মী জড়ো হতে দেখা গেছে। এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে মুখরিত করে পুরো মাঠ। এক, দুই, তিন, চার; শেখ হাসিনা গদি ছাড়। এভাবে স্লোগানে কম্পনিত হতে থাকে মাঠ ও তার চারপাশ। যতই সময় গড়াচ্ছো ততই কর্মী বাড়ছে।
চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আশরাফ উদ্দিন বলেন,আমি মালবাহী গাড়িতে চরে ঢাকায় এসেছি। অনুমতি মিলেছে জেনে দ্রুত মাঠে চলে আসলাম। তাদের মূল চাওয়া বেগম খালেদা জিয়ার মুক্তি, নেতাকর্মীদের মুক্তি এবং তারেক রহমানকে দেশে আসার সুযোগ দিতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার করা।’

সিলেট থেকে ট্রেনে ঢাকায় এসেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রেজওয়ান। তিনি জানান, ‘৭ তারিখ (ডিসেম্বর) রাতেই অনেক কষ্টে ঢাকায় এসেছি। পুলিশের তল্লাশির কারণে যে বাসায় উঠেছিলাম, তা ছেড়ে দিয়ে নতুন জায়গায় যেতে হয়েছিল। দেশে গণতন্ত্র ফেরাতে এই কষ্ট।’

গোলাপবাগ মাঠে আসা একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, বেশিরভাগই নেতাকর্মীই ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে আসা। গ্রেফতার এড়াতে সবাই আলাদা আলাদাভাবে এসেছেন। ঢাকায় এসেও তারা পৃথকভাবে নিজ নিজ উদ্যোগে থাকার ব্যবস্থা করেছেন। সমাবেশের অনুমতির খবর মিলতেই আর দেরি করেন নি, দ্রুত মাঠে চলে এসেছেন।

এদিকে, নেতাকর্মীদের স্লোগানে গোলাপবাগ মাঠে সমাবেশের আমেজের সঙ্গে সঙ্গে চলছে মঞ্চ বানানোর কাজ।