চাঁদের নিচে আরেকটি আলোকবিন্দু বা তারা এ যেন চাঞ্চল্যে ভরা। চাঁদের ঠিক নিচে আরেকটি আলোকবিন্দু বা নক্ষত্রের উপস্থিতি নিয়ে সারা দেশে চাঞ্চল্য দেখা দিয়েছে।
শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে আকাশে দৃশ্যমান চাঁদের ঠিক নিচে এই অদ্ভুদ আলোক বিন্দুটি দেখা যায়।
যা দেখে নিজ নিজ ঘর থেকে বের হয়ে আসেন দেশের বিভিন্ন এলাকার মানুষ।
দেশের ভিবিন্ন যায়গায় জয়বাংলানিউজের প্রতিবেদকদের তথ্য দেখা গেছে, শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যার আকাশে দৃশ্যমান হয় একফালি চাঁদ। কিন্তু এই চাঁদ আগের মত নয় চাঁদের ঠিক নিচে জ্বলজ্বল করতে দেখা যায় আরেকটি আলোকবিন্দু!
সাধারন মানুষ জানান, চাঁদের নিচে এমন আলোকবিন্দু দৃশ্যমান হওয়া এক বিরল মহাজাতিক ঘটনা!
আর এমন বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করে অনেকেই ছড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। অনেকে আবার পরিচিত ও প্রিয়জনকে ফোন করে চাঁদ দেখতে বলছেন।
অভিনব এই ঘটনায় সারা দেশে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। চাঁদ ও আলোকবিন্দুর নতুন এই দৃশ্য নিয়ে পাখা মেলছে নানা গুঞ্জন। অনেকেই মন্তব্য করেছেন চাঁদ দেখে মনে হচ্ছে চন্দ্রহার! চাঁদের নিচে একটি লকেট! এ ধরনের ঘটনা বিরল।
তবে এমন বিরল ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।