চাকরি দেওয়ার প্রলোভনে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার নারীর নাম সালমা আক্তার।
বুধবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
দুপুরে র্যাব-১ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মোছা. শামিমা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিভিন্ন অফিস, বাসা-বাড়িতে নিরাপত্তাকর্মী বা ব্যক্তিগত নিরাপত্তাকর্মী হিসেবে চাকরির প্রলোভন দেখিয়ে সালমা আক্তার বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। এ অভিযোগে খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে আজ বিকেলে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র্যাব-১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।