চিলাহাটির সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ

নীলফামারীর ডোমারের চিলাহাটিতে স্টেশন মাস্টারের গাফিলতিতে মিতালী এক্সপ্রেসের লাইট ইঞ্জিন ও খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনায় চিলাহাটি-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে চিলাহাটি স্টেশনের আধা কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে চিলাহাটির সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনায় দুই ট্রেনের চালকসহ প্রায় ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা হলেন- রুপসা এক্সপ্রেসের লোকোমাস্টার নাজমুল হক ও মিতালীর সহকারী লোকোমাস্টার মাজেদুর রহমান। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি পয়েন্ট ছেড়ে কিছুটা সামনে এগোচ্ছিল। এমন সময় মিতালী এক্সপ্রেস ট্রেনের লাইট ইঞ্জিনের সঙ্গে রূপসা এক্সপ্রেসের সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

স্থানীয় বাসিন্দা মজিবর মিয়া বলেন, আমরা একটা শব্দ পাই। এসে দেখি দুই ট্রেনের সংঘর্ষ হয়েছে।

শাহিনুর রহমান নামে আরেকজন বলেন, এই ইঞ্জিনটা তো পার্বতীপুরে থাকে। আসার সময় নিশ্চয়ই ফোন করে আসছে। স্টেশন মাস্টার কীভাবে এই ইঞ্জিন লাইনে থাকায় আরেকটা ট্রেনকে ক্লিয়ার দিলো?

রূপসা এক্সপ্রেস ট্রেনের সহকারী লোকোমাস্টার তাজুল ইসলাম বলেন, মিতালী এক্সপ্রেস ট্রেনের লাইট ইঞ্জিনটাকে চিলাহাটির ভেতরে আগে রিসিভ করবে তারপরে আমাদের গাড়ি ছাড়ার অনুমতি দেবে। কিন্তু স্টেশন মাস্টার ওই মিতালী এক্সপ্রেস ট্রেনের লাইট ইঞ্জিনকে রিসিভ না করেই আমাদের যাওয়ার অনুমতি দিয়েছিল। আমরা তো জানি না সামনে গাড়ি আছে। আমরা অনুমতি পেয়ে গাড়ি ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর কুয়াশার কারণে ওই ইঞ্জিন দেখা যায়নি। কাছাকাছি এসে যখন দেখা গেছে তখন ব্রেক করতে করতে ধাক্কা লেগে যায়।

চিলাহাটি ফায়ার সার্ভিসের লিডার নুরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে আমাদের একটি ইউনিট ও ডোমারের একটি ইউনিট গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। ঘটনার পর থেকে চিলাহাটি-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করবে। এ ঘটনায় প্রায় ১৫ জন আহত হয়েছেন।

সৈয়দপুরে রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, পার্বতীপুর থেকে ‘মিতালি এক্সপ্রেস’ ট্রেনটি আনতে একটি খালি ইঞ্জিন চিলাহাটি যায়। লাইন ক্লিয়ার না পেয়ে আউটারে দাঁড়িয়ে ছিল ইঞ্জিনটি। এ সময় খুলনাগামী ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনটি চিলাহাটি পৌঁছালে লাইন ক্লিয়ার করে দেওয়া হয়। এরপর রূপসা এক্সপ্রেস খুলনা যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ওই খালি ইঞ্জিনকে ধাক্কা দেয়। এতে কয়েকজন আহত হয়েছেন এবং দুটি ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আমরা পার্বতীপুর থেকে উদ্ধারকারী ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি। উদ্ধার কাজ শেষ হলেই ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।