মো. সুজন মোল্লা
বরিশালের বানারীপাড়া পৌর শহরবাসীদের মধ্যে বিরাজ করছে চোর আতঙ্ক। আতঙ্কিত হবার কারণ হিসেবে অনেকেই জানিয়েছেন পৌর শহরের মধ্যে একই দিনে ৩টি বাড়িতে চুরি সংগঠিত হয়।
২২ ডিসেম্বর (বৃহস্পতিবার) বানারীপাড়া পৌর শহরের ২নং ওয়ার্ডের ফরেস্ট মনিরের ভাড়াটিয়া ঠিকাদার ওবায়দুল হকের বাসায় সকাল ১১ টার দিকে চুরি হয়। ওই বাসার স্টীলের আলমীরা ভেঙ্গে নগদ ২ লক্ষ ৪৩ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় চোর। দুপুর ১২ টার দিকে বানারীপাড়া উপজেলা পরিষদের কোয়াটারে থাকা ইউএনও অফিসের উপ-প্রশাসিনিক কর্মকর্তা মোসাম্মত ইয়াসমিন বেগমের বাসার দড়জার হুক (কয়রা) ভেঙ্গে বাসায় ডুকে স্টীলের আলমীরার মধ্যে থাকা নগদ ৪ লক্ষ টাকা ও ১ ভরির অধিক স্বর্ণালংকার নিয়ে গেছে চোর এমনি তথ্য দিয়েছেন ওই পরিবার।
অপরদিকে একইদিনে দুপুরের পরে পৌর শহরের ৫নং ওয়ার্ডের একটি ভাড়াটিয়া বাসার দরজা ভাঙ্গা দেখতে পায় বসতীরা, তবে তাদের কোন মালামাল চুরি হয়নি বলে জানাগেছে।
এদিকে তিনটি বাসার মালিকরা জানিয়েছেন চুরি সংঘঠিত হবার সময় তারা কেউই বাসায় ছিলেন না। চুরির এমন খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল গুলো পরিদর্শন করেছেন।