জনতার ঢলই প্রমান করে শোক শক্তিতে রূপান্তরিত হয়েছে…এমপি শাহে আলম

মো. সুজন মোল্লা
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগ, সহযোগী এবং অঙ্গ সংগঠন আয়োজিত ১৫ই আগস্টের জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের অনুষ্ঠান স্থলে সাধারণ নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিই প্রমান করে আগস্টের শোককে এই এলাকার মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের মানুষ শক্তিতে রূপান্তরিত করেছেন।

উপস্থিত জনতার কাছে জিজ্ঞাসা করে জানাগেলো এর জন্য যার সবচেয়ে বেশি অবদান তিনি হলেন, বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম। তবে এলাকা ভিত্তিক জনতাকে আওয়ামী লীগের পতাকাতলে শ্রম, মেধা, শৈলী ও প্রজ্ঞা দিয়ে একত্রিত করে উপজেলার যেকোন ইউনিয়নের চেয়ে সৈয়দকাঠিকে শক্ত ঘাটিতে পরিণত করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সিনিয়র সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান মৃধা।

সোমবার (২৩ আগস্ট) সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদ চত্তরে ১৫ই আগস্টের শোকাবহ দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম এমপি বলেন, মা মাটি মানুষের হৃদয়ের কথা বলে বাংলাদেশে আওয়ামী লীগ। তাই জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করে ওরা চুপ করে যায়নি, বিশ্ব মানবতার মুকুট দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার ওই চক্র হত্যা করতে পরিকল্পনা করে। আল্লাহতাআলাহ যাকে দিয়ে তার জমিনের কাজ করাবেন, তাকে ওই নরপশুর দল কিছুই করতে পারেনি।তাঁর হাতে সোনার বাংলা সাজাতে বার বার মহান মালিকই তাকে রক্ষা করেছেন।

তিনি আরও বলেন, ষড়যন্ত্র করে কোন লাভ হবেনা তোমাদের সাথে যে জনতা নেই তা সৈয়দকাঠির শান্তিকামী মানুষের এই উপস্থিতিই আজ প্রমান করে।

ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, কথা সাহিত্যিক রুহুল আমিন চৌধুরী। এছাড়াও বক্তৃতা করেন সৈয়দকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মৃধা, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম হাকিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য তারিকুল ইসলাম তারেক, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান, আওয়ামী লীগ নেতা বজলুর রহমান, বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু.মুনতাকিম লস্কর কায়েস, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সবুজ হোসাইন প্রমুখ।

ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও ইউপি সদস্য জাহিদুল ইসলাম কাজলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর জুবাইর, বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, নির্বাহী সদস্য এস এম গোলাম মাহমুদ রিপন, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক কামাল হোসেন বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমম রায় সুমন, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হায়দার আলী, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জোবায়ের আহম্মেদ রুথেন, যুবলীগ নেতা মশিউর রহমান সুমন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী, ঢাকা উত্তর সিটি ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শফিক শাহিন, সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন, যুবলীগ নেতা ও ইউপি সদস্য রাজু, যুবলীগ নেতা জয়ন্ত হালদার, ছাত্রলীগ নেতা মিরাজ মোল্লা, প্রমি প্রমুখ।

আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ ১৯৭৫’র ১৫ আগস্ট ও ৩রা নভেম্বর এবং ২০০৪ সালের ২১ আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।