জয়পুরহাটে ধর্ষণের ৬ ঘন্টার মধ্যে মামুন হোসেন নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে র্যাব-৫। গত রাত ১টা সময় জয়পুরহাট সদর পৌর এলাকার বিশ্বাসপাড়া হতে মামুনকে গ্রেফতার করে র্যাব। ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ রানা সাংবাদিককে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত মামুন হোসেন (৩৬) নওগাঁ জেলা মান্দা উপজেলা শ্রীরামপুর গ্রামের আকবর আলী ছেলে।
ধর্ষক মামুন হোসেন গোপনে হাফিজা খাতুন নামের এক মেয়ের শরীরের কাপড় বদলানো ভিডিও ধারণ করে এবং এই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে গত ছয় মাস ধরে বিভিন্ন সময় তাকে ধর্ষণ করে আসছে। শারীরিক সম্পর্কে রাজি না থাকলে ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকি দেয়া হতো তাকে।
৭ মার্চ (মঙ্গলবার) আনুমানিক সকাল পনে ৭টায় হাফিজা খাতুনকে কৌশলে ডেকে জয়পুরহাট জেলার বিশ্বাস পাড়া এলাকায় পলাশ মন্ডলের ভাড়া বাসায় নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ঘটনার পর রাত ১১টায় হাফিজা খাতুন র্যাব ক্যাম্পে ফোন দিয়ে জানায় এবং সাথে সাথে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পায়।
পরবর্তীতে অত্র ক্যাম্পের আভিযানিক দল জয়পুরহাট জেলার পৌর এলাকা থেকে হাফিজা খাতুনকে উদ্ধারপূর্বক ৬ ঘণ্টার মধ্যে ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়। এ বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।