জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২১উপলক্ষে ফুড সেফটি মুভমেন্ট একটি বর্ণাঢ্য স্যুভেনির প্রকাশ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করবে। ফুড সেফটি মুভমেন্টের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।গতকাল শনিবার বিকালে রাজধানীর দিলকুশা বানিজ্যিক এলাকায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সহসভাপতি ইঞ্জিনিয়ার তাপস পালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়
ফুড সেফটি মুভমেন্টের মহাসচিব মোঃ ইউনুছ আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি রাজু আহমেদ খান,সাংগঠনিক সম্পাদক আজম খান, মোঃ আসাদুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক বিশিষ্ট সঙ্গীতশিল্পী মনি কিশোর,বিশিষ্ট ক্রীড়া সংগঠক শামীম খান টিটো,আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রোকনুজ্জামান প্রিন্স, অর্থ সম্পাদক আলমগীর রশীদ, সালমা হক,সাজিদুর রহমান প্রমূখ।
সভায় ওয়াশিংটন (আমেরিকা) থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন সংগঠনের সভাপতি সাদেক মোহাম্মদ খান।তিনি ফুড সেফটি মুভমেন্টের কার্যক্রমকে এগিয়ে নেবার জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং
আগামী ২ ফেব্রুয়ারী জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২১ যথাযথ মর্যাদায় পালনের আহবান জানান।