জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গার বেনীপুর বাওড় ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বেনীপুর বাওড় অফিসের সামনে রবিবার (১৫ আগস্ট) সকালে এ কর্মসূচি পালিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বেনীপুর বাওড় ব্যবস্থাপনা কমিটির সভাপতি দীন মোহাম্মদ দীনু। বেনীপুর বাওড় ব্যবস্থাপনা কমিটির নির্বাহী সদস্য মুক্তার হোসেনের পরিচালনায় আলোচনা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, বাওড় ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী পূণ্য চন্দ্র, সদস্য আব্দুল মজিদ,মজিবর রহমান, আলা হোসেনসহ বাওড় ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।