জুনে ঘর পাচ্ছে আরও ৫৩ হাজার গৃহহীন পরিবার

আগামী জুন মাসে আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে আরও প্রায় ৫৩ হাজার ৫০০ গৃহ ও ভূমিহীন পরিবারকে ঘর দেওয়া হবে। সোমবার (৩ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশ্রয়ণ প্রকল্পের আওতায় চলমান গৃহনির্মাণ কাজের অগ্রগতির পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়।

মুজিববর্ষ উপলক্ষে গত জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে প্রায় ৭০ হাজার গৃহ ও ভূমিহীন পরিবারকে ঘর দেওয়া হয়। দ্বিতীয় ধাপে মোট ৫৩ হাজার ৪৩৪টি ঘর নির্মাণ হচ্ছে। এর মধ্যে ঢাকা বিভাগে সাত হাজার ২৮০টি, ময়মনসিংহ বিভাগে দুই হাজার ৫১২টি, চট্টগ্রাম বিভাগে ১০ হাজার ৫৬২টি, রংপুর বিভাগে ১২ হাজার ৩৯১টি, রাজশাহী বিভাগে সাত হাজার ১৭২টি, খুলনা বিভাগে তিন হাজার ৯১১টি, বরিশাল বিভাগে সাত হাজার ৬২৭টি এবং সিলেট বিভাগে এক হাজার ৯৭৯টি ঘর নির্মাণ হচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস। এ সময় আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া ও প্রকল্প পরিচালক মো. মাহাবুব হোসেন।

এ সময় ভিডিও কনফারেন্সর মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়েের সঙ্গে সংযুক্ত ছিলেন সব বিভাগীয় কমিশনারসহ মাঠ পর্যায়ের কর্মকর্তারা।

আহমেদ কায়কাউস গৃহনির্মাণের ক্ষেত্রে গুণগত মান যাতে বজায় থাকে সেদিকে সজাগ থাকতে সবাইকে নির্দেশ দেন। তিনি বলেন, সঠিক লোক যাতে ঘর পায় তাও নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, গৃহ ও ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ করে দেওয়ার এ কর্মসূচি পৃথিবীতে বিরল। অসহায় মানুষের জন্য ঘর নির্মাণ করে দেওয়া প্রধানমন্ত্রীর আবেগের সঙ্গে মিশে আছে। তিনি প্রতিনিয়ত এর খোঁজখবর নিচ্ছেন।