জুমাতুল বিদার দিনে আল-আকসায় ইসরায়েলি হামলা, আহত ২০৫

শুক্রবার জুমাতুল বিদার দিনে জেরুজালেমে চরমে পৌঁছায় উত্তেজনা। এদিন আল-আকসা মসজিদ এবং অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০৫ জনের বেশি মুসল্লি আহত হয়েছেন। এরমধ্যে শতাধিক সংখ্যককে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট।

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, এদিন জুমাতুল বিদা উপলক্ষ্যে হাজার হাজার মুসল্লি আল-আকসা মসজিদে নামাজ পড়তে আসেন। অনেকেই আবার বিক্ষোভে অংশ নেয়ার জন্য মসজিদে অবস্থান করেন। ইসরায়েলি দখলদাররা যেসব ফিলিস্তিনিদের তাদের বাড়ি থেকে উচ্ছেদ করছে তাদের সমর্থনে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকেন তারা।

এসব বিক্ষোভকারীদের ব্যাপারে কঠোর অবস্থান নেয় ইসরায়েলি বর্ডার পুলিশ এবং তাদের বাহিনী। তারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান, কাঁদানে গ্যাস, রাবার বুলেট এবং শক গ্রেনেড ব্যবহার করে। গ্রেফতার করা হয়েছে কয়েক ডজন ফিলিস্তিনিকে।

এদিকে অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তাদের কর্মকাণ্ড ‘যুদ্ধাপরাধের’ সমান হতে পারে বলেও সতর্ক করে দিয়েছে সংস্থাটি।

জাতিসংঘের মানবাধিকার সংস্থার মুখপাত্র রুপার্ট কোলভিল বলেছেন, আমরা সব ধরনের জোরপূর্বক উচ্ছেদ তাৎক্ষণিক বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানাই। তিনি বলেন, আমরা জোর দিয়ে বলতে চাই, পূর্ব জেরুজালেম এখনও ফিলিস্তিন অঞ্চলের অংশ, এখানে আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রযোজ্য।

এদিকে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার জুমাতুল বিদা উপলক্ষে কয়েক হাজার ফিলিস্তিনি মুসল্লি পবিত্র আল-আকসা মসজিদে জমায়েত হয়। এ সময় পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনে ফিলিস্তিনিদের বাড়িঘর উচ্ছেদে প্রতিবাদ জানায় তারা। শেখ জাররাহ এলাকায় ফিলিস্তিনিদের উচ্ছেদের বিরুদ্ধে বেশি সোচ্চার হয় তারা।

jagonews24.com

ইসরায়েলি পুলিশ ও সেনারা গত কয়েক দিনের ধারাবাহিকতায় শুক্রবার বিকেল থেকে জলকামান, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়তে শুরু করে। ইফতারের ঠিক আগ মুহূর্তে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর গুলি ছোঁড়ে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তাদের সঙ্গে যোগ দেয় বসতি স্থাপনকারী ইহুদিরাও।

ইসরায়েলের নিরাপত্তা বাহিনীরা সদস্যরা পবিত্র আল-আকসা মসজিদের ভেতরে ঢুকে ফিলিস্তিনিদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল।

jagonews24.com

ফিলিস্তিনি রেড ক্রিসেন্টে জানিয়েছে, আল-আকসা মসজিদ ও অন্যান্য স্থানে ইসরায়েলি পুলিশের হামলায় ১৬৩ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৮৩ জন হাসপাতালে। অন্যদিকে ইসরায়েলি পুলিশ দাবি করেছে, ফিলিস্তিনিদের হামলায় তাদের ছয়জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।