বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ ম্যাচে টসভাগ্য সহায় হয়েছে কুমিল্লার।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস। অর্থাৎ মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স প্রথমে ব্যাটিং করবে।
পাঁচ ম্যাচের সব কটি জিতে এবারের বিপিএলে এখন পর্যন্ত টেবিল টপার সিলেট, অন্যদিকে ৪ ম্যাচে একটিমাত্র জয় পেয়েছে কুমিল্লা।
কুমিল্লা একাদশ
লিটন দাস, মোহাম্মদ রিজওয়ান, ইমরুল কায়েস (অধিনায়ক), জনসন চার্লস, জাকের আলি, খুশদিল শাহ, মোসাদ্দেক হোসেন, আবু হায়দার রনি, তানভীর ইসলাম, হাসান আলি, মুকিদুল ইসলাম মুগ্ধ।
সিলেট একাদশ
মোহাম্মদ হারিস, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুশফিকুর রহিম, আকবর আলি, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ আমির, রুবেল হোসেন, শরিফুল্লাহ।