টানা ৪০ দিন জামায়াতের সাথে পাচ ওয়াক্ত নামাজ আদায় করায় একশজন কিশোরকে উপহার হিসেবে দেয়া হয়েছে বাইসাইকেল।
১৮ মার্চ (শনিবার) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন খেলার মাঠে সামাজিক সংগঠন চিলড্রেন ফর বেটার ফিউচার (সিবিএফ) এর উদ্যোগে এই পুরস্কার বিতরণ করা হয়।
ভাড়ারিয়া ও হাটিপাড়া ইউনিয়নের মোট ১১টি মসজিদের দেড় শতাধিক মসজিদপ্রেমী কিশোর রেজিস্ট্রেশনের মাধ্যমে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন। এর মধ্য থেকে একশ জন মেধাবী কিশোর নামাজীদের বাইসাইকেল এবং বাকি ৫০ জনকে স্কুল ব্যাগ উপহার দেওয়া হয়।
ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ জলিল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাউথ এশিয়া ইউথ অ্যাসোসিয়েশনের (সায়া) সাবেক সভাপতি এডভোকেট আল মামুন রাসেল,মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আইয়ুব আলী, চিলড্রেন ফর বেটার ফিউচার (সিবিএফ) এর সভাপতি এড. জামাল উদ্দিন, খাবাসপুর আদর্শ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা, আকিজ ইনসাফের হেড অফ ওয়েলফেয়ার গোলাম হায়দার, বাংলাদেশ মসজিদ মিশন মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি জাকিরুল ইসলাম খান, মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান এইচ মহসিনুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম প্রমুখ।
আলোচনাসভা শেষে অতিথিরা ক্ষুদে নামাজপ্রেমীদের বাইসাইকেল, স্কুল ব্যাগ ও টিশার্ট পুরস্কার দেন।