ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নির্বাচনে শহিদ-খুরশীদ প্যানেল পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) জাতীয় প্রেস ক্লাবে এ নির্বাচন হয়। এ প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. শহিদুল ইসলাম (সংগ্রাম), সাধারণ সম্পাদক হয়েছেন খুরশীদ আলম (অর্থনীতি প্রতিদিন)।
সদস্য হয়েছেন-নিজাম উদ্দিন(দরবেশ নিজাম), আমীর হামযা চৌধুরী, এম. মোশারফ হোসেন, এম. আনোয়ারুল হক, আবদুল্লাহ মজুমদার, ফখরুল ইসলাম, তালুকদার এইচ এম নূরুল মোমেন ও রাজু আহমেদ।
বিভক্ত সাংবাদিক ইউনিয়নের এই অংশ বিএনপি ও ডানপন্থি অংশ বলে পরিচিত। এই সংগঠনে ভোটার সংখ্যা ২ হাজার ৩১৭।