ডিজিটাল বাংলাদেশ এখন সারা বিশ্বে দৃষ্টান্ত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একসময় বাংলাদেশ নিয়ে অনেকে বিদ্রুপ করলেও এখন ডিজিটাল বাংলাদেশ সারা বিশ্বের কাছে একটা অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।

সোমবার (৫ ডিসেম্বর) ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২২ ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২২ এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ডিজিটাল বাংলাদেশ করা নিয়ে নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলাম। তখন অনেকেই মুচকি হেসেছিল। আজকে ডিজিটাল বাংলাদেশ সারা বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত। গ্রামে বসে ছেলে-মেয়েরা ফ্রিল্যান্সিং করে, ডলার আয় করে। এই সুযোগটা আমরাই করে দিয়েছি।

শেখ হাসিনা আরও বলেন, আমার ও আমার পরিবারের সবার বিরুদ্ধে পদ্মা সেতু নিয়ে অনেক অপবাদ দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু প্রমাণ হয়েছে, এখানে কোনো দুর্নীতি হয়নি। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম নিজের অর্থে পদ্মা সেতু বানাবো। তখন অনেকে বলেছে, এটা কখনও সম্ভব না। অনেক দেশের সরকারপ্রধানের সঙ্গে যখন আলোচনা করেছি, তখনও বলেছে, এটা সম্ভব না। কিন্তু আওয়ামী লীগ সরকারের বিশ্বাস ছিল, এটি সম্ভব। কারন অসম্ভবকে সম্ভব করাই বাঙালির চরিত্র। অবশেষে এটা আমরা করে দেখিয়েছি।