ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। প্রযোজক হিসেবেও সমান সফল তিনি। চলতি বছরের শুরুর দিকে এই অভিনেতা ১২ মাসে ১২টি সিনেমা নির্মাণের ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় কয়েকটি সিনেমার নির্মাণ কাজও সম্পন্ন করেছেন।
আগামী ২১ মে, ‘ঘর ভাঙা সংসার’ নামে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেন ডিপজল। কিন্তু করোনার কারণে সিনেমাটির শুটিং শুরু করতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন এই অভিনেতা।
অমি বনি কথাচিত্রের পরিবেশনায় সিনেমাটি নির্মাণ করবেন মনতাজুর রহমান আকবর। মনোয়ার হোসেন ডিপজল প্রযোজিত এই সিনেমার নির্মাণ কাজ খুব শিগগির শুরু হবে।
ডিপজল বলেন, ‘‘নতুন সিনেমা ‘ঘর ভাঙা সংসার’-এর শুটিং ২১ মে শুরু হওয়ার কথা ছিল। সরকার লকডাউনের মেয়াদ আরো এক সপ্তাহ বাড়িয়েছে। তাই সব ধরণের কার্যক্রম ও চলাচলে বিধিনিষেধের কারণে নতুন সিনেমার শুটিং আপাতত পেছানো হয়েছে। খুব তাড়াতাড়ি শুটিংয়ের নতুন তারিখ ঘোষণা করা হবে।’’
ডিপজল অভিনীত ‘সৌভাগ্য’ সিনেমাটি এবারের ঈদে ৪১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। এ সিনেমায় ডিপজল ছাড়াও অভিনয় করেছেন মৌসুমী, কাজী মারুফ, তমা মির্জা, হাসান মাসুদ প্রমুখ। এটি নির্মিত হয়েছে অমি বনি কথাচিত্রের ব্যানারে।