দীঘিনালায় ঈদ এ মিলাদুন্নবী(সাঃ) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

ত্রিভূবনে প্রিয় মুহাম্মদ এলরে দুনিয়া গজলে মুখরিত বিশ^ নবী হযরত মুহাম্মদ(সাঃ) এর জন্ম দিন উপলক্ষে খাগড়াছড়ি দীঘিনালায় জশনে জুলুছ বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার(২৮সেপ্টম্বর) সকাল ৯টায় আহলে সুন্নাত ওয়াল জামা‘আত দীঘিনালা উপজেলা শাখার উদ্দ্যেগে কবাখালী ইউনিয়ন এর কবাখালী আল আমিন বারিয়া মাদরাসা সামন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিতে অংশ নেয় উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে ছোট বড় জশনে জুলুছের র‌্যালি। র‌্যালিটি দীঘিনালা উপজেলা পরিষদ, থানা বাজার হয়ে বোয়ালখালী নতুন বাজার ঘুরে বাবুপাড়া গাউছুল আজম সংলগ্ন সড়ক ও জনপদের মাঠে এসে শেষ হয়।

পরে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা‘আত এর আয়োজনে জশনে জুলুছ আলোচনা সভা শুরু হয়। দীঘিনালা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা‘আত এর সভাপতি মাও: মুহাম্মদ আসলাম উদ্দিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দীঘিনালা আহলে সুন্নাত ওয়াল জামা‘আত প্রধান উপদেষ্ঠা শাহসূফী মুহাম্মদ জয়নাল আবেদীন আল কাদেরী(মা: জি: আ:)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো: কাশেম, দীঘিনাল আহলে সুন্নাত ওয়াল জামাআত উপদেষ্ঠা মো: মাহবুবুল আলম, দীঘিনালা আহলে সুন্নাত ওয়াল জামা‘আত‘র সাংগঠনিক সম্পাদক মাও: মো: শাহ জাহান সিরাজী, যুগ্ম-সম্পাদক মাও: মোহাম্মদ তৌহিদুল আলম,সাংস্কৃতিক বিষয়ক আহবায়ক মাও: মহিবুল্লাহ, দীঘিনালা উপজেলা ইসলামী ফাউন্যেশন এর সুপারভাইজার মো: ফেরদৌস চৌধুরী, জশনে জুলুছ আয়োজন কমিটি-২০২৩ আহবায়ক মাও: মুহাম্মদ আবদুচ ছবুর আল কাদেরী, জশনে জুলুশ আয়োজন কমিটি-২০২৩ সদস্য সচিব মাও মো: আবুল বাশার, মাও: সামসুল আলম প্রমূখ। আলোচনা সভা শেষে আহলে সুন্নাত ওয়াল জামা‘আত দীঘিনালা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ এ মিলাদুন্নবী(সা:) উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। জিকির, মিলাদ, কিয়াম ও মোনাজাতে মাধ্যমে শেষ অনুষ্ঠান শেষ করা হয়।