দুইদিন কমার পর ভারতে আবার সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

প্রথমবারের মতো টানা দুইদিন করোনাভাইরাসে ভারতে মৃত্যুর সংখ্যা ৪ হাজারের গণ্ডি পার করে গত দুইদিন তা কিছুটা কমেছিল। কিন্তু শেষ ২৪ ঘণ্টায় আবারও সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে দেশটিতে। তবে কমেছে আক্রান্তের সংখ্যা।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৪ হাজার ২০০ জনের। এ নিয়ে সেখানে মোট মৃত্যু দাঁড়াল ২ লাখ ৫৪ হাজার ২২৫।

গত ৭ মে ভারতে প্রথমবারের মতো সর্বোচ্চ মৃত্যু হয় ৪ হাজার ১৯৪। পরের দিন একটু কমে মৃত্যুর সংখ্যা হয় ৪ হাজার ১৩৩। তার পরের দুইদিন ৯ ও ১০ মে মৃত্যুর সংখ্যা আরও কমে দাঁড়ায় যথাক্রমে ৩ হাজার ৭৪৮ এবং ৩ হাজার ৮৭৯ জনে।

একদিনে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৮ হাজার ৪৯৯ জন। এর আগে গত ৯ ও ১০ মে করোনা আক্রান্ত শনাক্ত হয় যথাক্রমে ৩ লাখ ৬৬ হাজার ৪৯৯ ও ৩ লাখ ২৯ হাজার ৫১৭ জন।

দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৪২৬ জন।

গতকাল  বিশ্বব্যাপী করোনা শনাক্ত ও মৃত্যু হয়েছে যথাক্রমে ৭ লাখ ১০ হাজার ১২২ জন ও ১৩ হাজার ৪৪৪ জন।

ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৬ কোটি ৩ লাখ ২২ হাজার ৮০৬ জন। মোট মৃত্যু ৩৩ লাখ ৩১ হাজার ১২৭ জন।