ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা আগেই নিশ্চিত হয়েছে ম্যানচেস্টার সিটির। এখন মাঠে নামা তাদের জন্য কেবল আনুষ্ঠানিকতা। তারপরও পয়েন্ট টেবিলের নিচের দিকের দলের সঙ্গে হারার জন্য নিশ্চয়ই মাঠে নামেনি পেপ গার্দিওলার শিষ্যরা।
কিন্তু তাই ঘটেছে মঙ্গলবার (১৮ মে) দিবাগত রাতে। পয়েন্ট টেবিলের ১৬তম অবস্থানে থাকা ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েও তারা হার মেনেছে ৩-২ ব্যবধানে। অবশ্য পুরো ম্যাচ তাদের খেলতে হয়েছে ১০ জন নিয়ে। তবে লেস্টার সিটিকে হারিয়ে তিনে উঠে এসেছে চেলসি।
দিনের অন্য ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী দল লেস্টার সিটি ও চেলসি। দুই দলই লড়ছে শীর্ষে চারে থাকার জন্য। লেস্টারকে ২-১ গোলে হারিয়ে সে দৌড়ে খানিক এগিয়ে গেল চেলসি। তাদের হয়ে গোল দুইটি করেছেন রুডিগার ও জর্জিনহো। লেস্টারের হয়ে একটি ফেরত দিয়েছেন ইহেআনাচো।
এদিকে অবনমন নিশ্চিত হয়ে যাওয়া ফুলহ্যামকে ঘরের মাঠেও হারাতে পারেননি ম্যানচেস্টার ইউনাইটেড। এডিনসন কাভানির গোলে প্রথম লিড নিয়েছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলার ১৪ মিনিট বাকি থাকতে জো ব্রায়ানের গোলে ড্র নিয়ে বাড়ি ফেরে ফুলহাম।
লিগের ৩৭ ম্যাচ শেষে শীর্ষে থাকা ম্যান সিটির সংগ্রহ ৮৩ পয়েন্ট, ম্যান ইউর ঝুলিতে রয়েছে ৭৩ পয়েন্ট। এ দুই দলই থাকছে শীর্ষ দুই স্থানে। তিনে উঠে আসা চেলসির পয়েন্ট ৬৭, সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চারে লেস্টার। পাঁচ নম্বরে থাকা লিভারপুলের সংগ্রহ ৩৬ ম্যাচে ৬৩ পয়েন্ট।