দেশে করোনার থাবা কিছুটা হলেও কমতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় তিন জেলা রাজশাহী, ময়মনসিংহ ও চট্রগ্রামে করোনায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত প্রতিনিধির পাঠানো খবরে-
রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। ৮১ দিন পর এটিই সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গ নিয়ে দুজন মারা যান। মৃতদের মধ্যে রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের দুজন ও নওগাঁর একজন।
রোগী ভর্তির বিষয়ে রামেক পরিচালক বলেন, গত একদিনে রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন। রামেকে করোনায় আক্রান্ত হয়ে ৯২ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ৯৮ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৪১৮টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ১৯০ জন।
করোনা পরীক্ষার বিষয়ে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৪৬টি নমুনা পরীক্ষায় ২৮ জনের ও মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৫৫৩টি নমুনা পরীক্ষায় ৬৫ জনের পজিটিভ রিপোর্ট আসে।
ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন করোনায় এবং তিনজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে ইউনিটটিতে করোনায় মারা যাওয়া চারজনের তিনজন ময়মনসিংহের এবং একজন জামালপুরের বাসিন্দা।
তারা হলেন- ময়মনসিংহ সদরের জাহাঙ্গীর আলম (৫৮), তারাকান্দার রওশন আরা (৫৫), ত্রিশালের আমেনা খাতুন (৭০) ও জামালপুর সদরের রাবেয়া খাতুন (৬৫)।
এ ছাড়াও ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে ময়মনসিংহের দুইজন ও জামালপুরের একজন রয়েছেন। তারা হলেন- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার আব্দুর রহমান (৬৫), ফুলপুরের উসমান আলী (৬৫) ও জামালপুর সদরের আজিজুল হক (৫৫)।
ডা. মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৯১ জন। এর মধ্যে ১২ জন আইসিইউতে রয়েছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।
এদিকে জেলায় এক দিনে ৫৯১ জনের নমুনা পরীক্ষায় ১১৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৪৫ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।
চট্টগ্রাম : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ২০৩ জনে। একই সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৩০৬ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৯৮ হাজার ২৬৮ জনে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৭৭৭ জনের নমুনা পরীক্ষায় ৩০৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ১৬৬ উপজেলার ১৪০ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৭ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৫৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৫১ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৬২ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ছয়জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১০ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল হাসপাতাল ল্যাবে ১৩ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে দুইজন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৮ জন ও অ্যান্টিজেন টেস্টে ২৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।