সাংবাদিক ও শিশুসাহিত্যিক হিসেবে তাঁর পরিচিতি। এবার গীতিকবির পরিচয়ে হাজির হচ্ছেন তিনি। পহেলা ফাগুন ও ভালোবাসা দিবসকে সামনে রেখে গান লিখেছেন এই তরুন শিশুসাহিত্যিক। গানের শিরোনাম ‘মনেরি উঠোনজুড়ে’। রোমান্টিক গানটিতে কণ্ঠ দিয়েছেন অনিরুদ্ধ শুভ। পাশাপাশি সুর এবং সঙ্গীতায়োজনও করেছেন তিনি। এটি নির্মাণ করেছেন স্বরাজ দেব। নতুন গান প্রসঙ্গে আশিক মুস্তাফা বলেন ‘ভালোবাসার মানুষটি একদিনের জন্য কাছে না থাকলে কিংবা হারিয়ে গেলে অজানায়; কেবল তখনই আঁচ করা যায় কতোটা ভালোবাসা কাজ করে তাকে ঘিরে। এক ধরণের ঘোর কাজ করে মনে। আমরা প্রায় সবাই এই শহৃন্যতা অনুভব করি। কিন্তু তা হয়তো প্রকাশ করতে পারি না। মনের সেই হাহাকার আর স্মৃতিমেধুরতার বিষয় গানের কথায় তুলে এনেছি। আশা করছি, গানটি শ্রোতাদের মন ভরাবে।’
আশিকের লেখা গান নিয়ে শুভ বলেন, ‘ গানের কথা অসাধারণ। হৃদয়ছোঁয়া একটা গান। এ কারণে ভেতর থেকে গাইতে পেরেছি। শহৃন্যতা এবং হাহাকার যেমন আছে এই গানে, তেমনি তুমুল ভালোবাসার আবেগী সময়ও ধরা হয়েছে কথায়। আশা করছি শ্রোতা-দর্শকরা মুগ্ধ হবেন এই গানে।’
আসছে ১৩ ফেব্রয়ারী বিকালে এনওয়াইসি এন্টারটেইনমেন্ট তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে এই গানটি।
প্রসঙ্গত, আশিক মুস্তাফা পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি সম্পাদনা করছেন দৈনিক সমকাল পত্রিকার ছোটদের পাতা ‘ঘাসফড়িং’ ও তারুণ্য পাতা ‘সাহস’। যুক্ত আছেন বাংলাদেশ শিশু একাডেমী থেকে প্রকাশিত শিশু বিশ্বকোষের সঙ্গেও। ২০১৭ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান ফেস্টিভাল অব চিলড্রেনস কনটেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ২০১৫ সালে টোকিও বিশ্ব বিদ্যালয়ে শিশুসাহিত্যের উপর গবেষণাপত্র উপস্থাপন করেন। পেয়েছেন অগ্রণী ব্যাংক শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার। ইউনিসেফ প্রদত্ত মিনা মিডিয়া অ্যাওয়ার্ড এবং কবি হাবীবুর রহমান সাহিত্য পুরস্কার। প্রথম অনুবাদ বইয়ের জন্য পেয়েছিলেন ছোটদের মেলা সেরা বই পুরস্কার।