ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের হালিউড়া গ্রামের আলহাজ্ব জালাল উদ্দিন মাষ্টারের নিজ বাড়ীতে প্রতি বছরের ন্যায় বুধবার (১৯ এপ্রিল)২০০০ হতদরিদ্র নারী পুরুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন।
ঈদবস্ত্র বিতরণ অনুষ্টানে বিশিষ্ট আইনজীবি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা আব্দুল মালেকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও ১৫৪ ময়মনসিংহ ৯ নান্দাইল নির্বাচনী এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী জালাল উদ্দিন মাষ্টার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নীকটে তাই সকলকেই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং পুর্ণায় নৌকা কে বিজয়ী করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে হবে।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএসসি আব্দুল হালিম, বীরমুক্তিযোদ্ধা আকবর আলী,আমেরিকা প্রবাসী মজিবুর রহমান,নান্দাইল মডেল থানার এসআই আব্দুল কাদের,আলহাজ্ব আবুল হাসেম মাষ্টার সহ প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপকারভোগীরা সহ বঙ্গবন্ধুর নৌকার সমর্থক গোষ্ঠীর নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রানিক মিডিয়ার সাংবাদিকবৃ্ন্দ উপস্থিত ছিলেন