নারায়ণগঞ্জে ৪তলা বাড়ীর মালিক চাইলেন খাদ্য সহায়তা, অতপর…

করোনা মহামারী বিবেচনায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা পৌছে দিতে ৩৩৩ হটলাইন চালু করে সরকার। নারায়ণগঞ্জের সদর উপজেলার এক ব্যাক্তি হটলাইনে ফোন করে খাদ্য সহায়তার জন্য আবেদন করেন। খাদ্য সহায়তা নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ওই ব্যাক্তির বাড়িতে গিয়ে জানতে পারেন ওই এলাকার একটি ৪তলা ভবনের মালিক সে। পরে শাস্তিস্বরূপ তার এলাকার ১০০ দুস্থ পরিবারকে সরকারি সহায়তা স্বরুপ খাদ্য সহায়তা দিতে নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২০ মে) সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের দেওভোগ এলাকায় এই ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা বলেন, ‘দুষ্টুমি করার জন্যই ওই নম্বরে কল করেন কাশীপুরের ওই ব্যক্তি। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, খাদ্য সহায়তা চাওয়া ব্যক্তি চারতলা বাড়ির মালিক। যেহেতু দুষ্টুমির ছলে এমনটা করেছেন তাই তাকে ১০০ প্যাকেট খাদ্য সহায়তা প্রদান করতে বলা হয়েছে।’ প্রতি প্যাকেটে সরকারি সহায়তার মতো ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি করে ডাল, সয়াবিন তেল, লবন ও পেয়াজ থাকবে বলে জানান ইউএনও আরিফা জহুরা। আগামী শনিবার তার উপস্থিতিতে এইসব খাদ্যসামগ্রী গরীব মানুষের মাঝে বিতরণ করা হবে।