নেইমার ও আমি মিলে আরো শক্তিশালী হবো: মেসি

চার বছর পর আরেকবার নেইমারের সঙ্গে আক্রমণভাগে জুটি গড়তে যাচ্ছেন লিওনেল মেসি। ব্রাজিলিয়ান তারকার তার পাশে খেলার স্বপ্ন পূরণ হলো তিনি পিএসজিতে যোগ দেওয়ায়। বুধবার (১১ আগস্ট) প্রথম সংবাদ সম্মেলনে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী বললেন, নেইমারের সঙ্গে তার জুটি দলকে আরো শক্তিশালী করে তুলবে।

মেসি বলেন, ‘নেইমার ও আমি একে অন্যকে খুব ভালো করে জানি। আমি আশা করি আমরা একসঙ্গে অনেক শক্তিশালী হবো এবং আমাদের সব সতীর্থদের নিয়ে।’

নেইমার ও মেসি বার্সেলোনায় জুটি গড়েন চার বছর। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পে দুজন মিলে দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়নস লিগ জেতেন। এবার পিএসজির চ্যাম্পিয়নস লিগের অপেক্ষা ঘুচবে বিশ্বাস ভক্তদের।