নৌকার দুঃসময়ে মাঠে থাকা বৈঠা জামালের আজ মৃত্যুবার্ষিকী

মো. সুজন মোল্লা

২০০১সাল। বিএনপি-জামায়াত জোট রাষ্ট্রীয় ক্ষমতায়। বরিশালের বানারীপাড়া উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘর ছাড়া। যারা পরিবারের সাথে রাতের আঁধারে পালিয়ে দেখা করতে আসতো, তখন সরকার দলীয় ক্যাডাররা দিনের আলোতে সেই পরিবারের গাছ, মাছ, গোয়ালের গরু, হাঁস: মুরগী জোর পূর্বক নিয়ে যেত। দিনের আলোতে নির্যাতন করতো সেই পরিবারের সদস্যদের।

এমনই মধ্য যুগীয় শাসনামলে ২০০৩ সালে বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে, সদস্য পদে আওয়ামী লীগ সমর্থক হিসেবে জামাল হোসেন বেপারী প্রতিদ্বন্দ্বিতা করেণ।

তখন সরকার দলীয় নেতাদের সমন্বয়ে গঠিত হয় নির্বাচন কমিশন। তাদের কাছ থেকে বৈঠা মার্কা চেয়ে নির্বাচনে সভাপতির চেয়েও বেশি ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন।

আওয়ামী লীগের দুঃসময়ে তার জয়ে তখন মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের শক্তির আশার জাগরণ সৃষ্টি হয়েছিলো। পরবর্তীতে তিনি বানারীপাড়া শ্রমিক লীগের সভাপতি নির্বাচিত হন। তার আগে ছিলেন আহবায়ক।

উল্লেখ্য ২০১৫ সালের ২৭ আগস্ট জামাল হোসেন বেপারী মৃত্যু বরণ করেন। তার মৃত্যু দিবস উপলক্ষে আজ শুক্রবার মরহুমের পৌর শহরের ২নং ওয়ার্ডের বাড়িতে দুপুরে দোয় মিলাদের আয়োজন করা হয়েছে।