পঞ্চগড়ের তাপমাত্রা ৯ ডিগ্রি

এবারের শীত মৌসুমে যেন শীতই নেই। তবে ডিসেম্বরের শেষ সময়ে এসে কিছুটা ঠান্ডা পড়তে শুরু করেছে।  আজ বুধবার (২৮ ডিসেম্বর)পঞ্চগড়ের তাপমাত্রা সকাল ৯টায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ এমনটাই জানিয়েছেন। এই শীতে এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তর জানায়, এ বছর আজ বুধবার ৯ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা। গত বছর এ সময়ে ৮ এর ঘরে তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

এদিকে, তাপমাত্রা কমায় তীব্র শীত অনুভব হচ্ছে। গতকাল মঙ্গলবার বিকেলের পর থেকেই উত্তরের হিমেল হাওয়া বইছে। ফলে অনেক গ্রাম-শহরের হাটবাজারগুলোতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, আজ তাপমাত্রা কমেছে। সকাল ৯টায়   দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ভোর ৬টার সময় রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত বছর এ সময়ে সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।