পদ্মায় নৌ দুর্ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি

মাদারীপুরের শিবচরে বাংলাবাজার ফেরিঘাটে বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনা তদন্তে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক।

সোমবার (৩ মে) জেলা প্রশাসক  ড. রহিমা খাতুনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জেলা প্রশাসক  ড. রহিমা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার ভোরে শিবচর উপজেলায় বাংলাবাজার ফেরিঘাটে বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে ২৬ জন নিহত হন। এ ঘটনায় নিখোঁজ আছেন বেশ কয়েকজন।