পাকিস্তানে খাদে পড়ার পর বাসে আগুন, নিহত ৪৪

পাকিস্তানের বেলুচিস্তানে বাস খাদে পড়ে আগুন লেগে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। রোববার সকালে বেলুচিস্তানের লাসবেলায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ৪৮ যাত্রী নিয়ে বাসটি কোয়েটা থেকে করাচি যাচ্ছিল।

লাসবেলা জেলার সহকারী কমিশনার হামজা আনজুম জানান, ইউটার্ন নেওয়ার সময় কোচটি সেতুর পিলারে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়, পরে আগুন লেগে যায় এতে। এতেই হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। চলছে উদ্ধার কাজ।

গত বছর জুনেও, উত্তর বেলুচিস্তানে ভ্যান খাদে পড়ে একই পরিবারের ৯ জনসহ ২২ জন নিহত হন।

সূত্র: জিও নিউজ