পুলিশ পরিদর্শক আঃ হক এর একুশের কবিতা।

রফিক, শফিক, বরকত, সালাম
তোমরা লুকিয়ে আছো কোথা,
তোমাদের কথা স্বরন করি,
আমরা লাখ জনতা।

ভাষার জন্য জীবন দিয়েছো,
এনেছো বাংলা ভাষা
তোমাদের জন্য তোমার মা বাবার,
মনে ছিলো কত আশা।

আমরা এখন বাংলা ভাষা,
স্বাধীন ভাবে বলি,
বছর বছর স্বরন করি,
কেমনে তোমাদের ভুলি।

জীবন দিলেও রয়েছো তোমরা,
আমাদের আন্তর জুড়ে
বাংলার মানুষ মনে রাখিবে,
যাবে না তোমাদের ভুলে।

তোমাদের জন্য তৈরি করেছি
কতনা শহীদমিনার,
ফুলে ফুলে সাজিয়ে দেই আমরা
তোমাদের রক্তে রাঙ্গানো মিনার৷

মৃত হলেও অমর তোমরা
বাংলা মানুষের মাঝে
তাইতো আমরা স্বরন করি,
সকাল সন্ধ্যা সাজে।

শহীদ হয়েছো তোমরা সবাই
হবে জান্নাত বাসি,
হাশরের দিন উঠবে তোমরা
মূখে নিয়ে হাসি,
তোমাদের জন্য দোয়া করিবো
আমরা দেশবাসী।

রফিক, শফিক, বরকত,সালাম
তোমরা লুকিয়ে আছো কোথা
তোমাদের কথা স্বরন করি
আমরা লাখ জনতা(২)