পেলের মৃত্যুতে ইনস্টাগ্রামে যা লিখেছেন মেসি

লিওনেল মেসি যেদিন বিশ্বকাপ ট্রফি হাতে নিয়েছিলেন, ঠিক সেদিনই হাসপাতালে পেলের অসুস্থতার চরম অবনতি হয়। যে কারণে বড়দিনও পেলের পরিবার হাসপাতালে করেন। ঠিক তার চার  দিন পরই না ফেরার দেশে চলে গেলেন কালো মানিক বা ফুটবলের রাজা এবং ব্রাজিলিয়ান কিংবদন্তি। এ খবরে শোকাহত আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মেসি।

তিনবার বিশ্বকাপ জয়ী ফুটবল গ্রেটের মৃত্যুতে মেসি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘শান্তিতে বিশ্রাম নিন।’ এছাড়াও মেসি পোস্ট করেছেন, পেলের সঙ্গে তিনটি ছবি। যার একটিতে দুজন দুজনকে জড়িয়ে ধরেছেন। আরেকটিতে  মেসির কাঁধে পেলের হাত। তৃতীয় ছবি গোলের পর পেলের উল্লাসের।