প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত দ্রুত বাস্তবায়নের দাবিতে গোপালগঞ্জ আইডিইবি’র উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার আলোকে ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সহ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় বিরাজিত সমস্যাাদির সমাধান এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) ২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর অসংগতি সংশোধনপূর্বক গেজেট প্রকাশে অস্বাভাবিক কালক্ষেপণের প্রতিবাদে গোপালগঞ্জে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির ফরিদপুর অঞ্চলের সহ-সভাপতি মো. আমিনুর রহমান, আইডিইবি গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি বিএম ইছানুল কবীর, সাধারণ সম্পাদক মো. আবদুল হালিম খান, অর্থ বিষয়ক সম্পাদক আতিয়ার রসুল হিমেল।

এসময় সওজ গোপালগঞ্জ জোনের সহকারী প্রকৌশলী শিশির কুমার বড়াল, উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার আহমেদ, গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইন্সট্রাক্টর মো. ইউনুছ আলী, মো. জসিম উদ্দিন মুজাহিদ সহ বিভিন্ন দপ্তরের ডিপ্লোমা সদস্য প্রকৌশলী, বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের
ছাত্র – শিক্ষক উপস্থিত ছিলেন।

পরে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী বরাবর বিভিন্ন যৌক্তিক দাবি সম্বলিত একটি স্মারকলিপি গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদের নিকট প্রদান করেন।