জাতীয় প্রেসক্লাব নির্বাচনে সভাপতি হয়েছেন ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শ্যামল দত্ত। উৎসবমুখর পরিবেশে ভোটযুদ্ধ শেষে ফরিদা ইয়াসমিন পেয়েছেন ৫৬৭ ভোট, আর শ্যামল দত্ত ৪৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । ফরিদা ইয়াসমিন বিদায়ী কমিটিতেও সভাপতি ছিলেন। তারা দুজনই আওয়ামী লীগপন্থী মুক্তিযুদ্ধের চেতনার ফোরামের প্রার্থী।
অপরদিকে, বিএনপি সমর্থিত প্যানেল থেকে কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৪০১ ভোট এবং বিদায়ী সাধারণ সম্পাদক ইলিয়াস খান পেয়েছেন ৪৭৪ ভোট। এবার প্রেস ক্লাবে নির্বাচনে ৯৮৫ জন সদস্য ভোট দিয়েছেন।
শনিবার (৩১ ডিসেম্বর) দিনভর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগণনা শেষে রাতে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. মোস্তফা-ই-জামিল।
ঘোষিত ফল অনুযায়ী- ২০২৩-২৪ মেয়াদে ১৭ সদস্যের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া ও আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী। এছাড়া ব্যবস্থাপনা কমিটিতে ১০ জন সদস্য নির্বাচিত হয়েছেন।
এবার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. মোস্তফা-ই-জামিল। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে ছিলেন নবনীতা চৌধুরী, গৌতম অরিন্দম বড়ুয়া (শেলু বড়ুয়া), জাফর ইকবাল, এস এ এম শওকত হোসেন, মিনার মনসুর, শামীমা চৌধুরী এবং মো. মনিরুজ্জামান।