ফের ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, বিশ্বনেতাদের অভিনন্দন

বেনিয়ামিন নেতানিয়াহু ফের ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। এবার নিয়ে তৃতীয় দফায় ক্ষমতায় মসনদে তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) নেতানিয়াহুর সরকার নিয়ে ইসরায়েলি পার্লামেন্টে ১২০ সদস্যের নেসেটে অনাস্থা ভোট হয়। সেই অনাস্থা ভোটে ৬৩ জন তার পক্ষে ভোট দেন। বিপক্ষে ৫৪ ভোট পড়ে। ফলে ৯ ভোটের ব্যবধানে জয়ী হন তিনি।

ভোটাভুটির পরই শপথ নেন কট্টর ডানপন্থী এ নেতা। এর আগে ১৯৯৬-১৯৯৯ সাল পর্যন্ত প্রথম মেয়াদে এবং ২০০৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন এই কট্টর ডানপন্থী নেতানিয়াহু।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই তিনি ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ইহুদি বসতি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে, তৃতীয় দফায় ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ায় নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতাদের অনেকে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন,বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কাজ করবেন। কট্টর ডানপন্থি এই নেতাকে তার ‘বন্ধু’ বলেও অভিহিত করেন বাইডেন। যদিও ফিলিস্তিনিদের সঙ্গে দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে বিপন্ন করে এমন নীতির বিরোধিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন।

নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর টুইটারে অভিনন্দন জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও।