ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শেরে বাংলা হলের ক্যান্টিনে খাবারে পোঁকা (শুয়োপোঁকা) পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। সেই সাথে খাবারের দাম বৃদ্ধির ও অভিযোগ উঠেছে।
৯ ফেব্রুয়ারি (বৃস্পতিবার) দুপুরে এ ঘটনা ঘটে, ঐদিন দুপুরে হলের শিক্ষার্থী শান্ত মিয়া শেরে বাংলা হল ক্যান্টিনে খাবার খেতে গিয়ে পোমা মাছ ও সবজি অর্ডার দিলে সবজির ভিতরে পোঁকা পাওয়া গেছে বলে অভিযোগ করেন।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী শান্ত মিয়া বলেন, বৃস্পতিবার দুপুরের আমি খাবার খেতে শেরে বাংলা হল ক্যান্টিনে যাই এবং মাছ ও সবজির অর্ডার করি আমাকে যে খাবার সার্ভ করা হয় সেই খাবার খাওয়ার সময় আমি সোয়া পোকা টাইপের একটি পোকা লক্ষ করি।
সেটা সেখানকার দায়িত্বরত একজনকে বলি, খাবারের মধ্যে এইগুলা কি, উনি আমার কথায় কোনো ভ্রুক্ষেপ না করে আমার কাছ থেকে খাবারের বাটি নিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। ঐ শিক্ষার্থী আরও বলেন গত এক বছর ধরে হলে খাই এর আগেও আমার খাবারে পোকা এবং মেটাল পেয়েছি।
শেরে বাংলা হলের সাব্বির আহমেদ নামের আরএক শিক্ষার্থী বলেন, হলের ক্যান্টিনে নিম্নমানের খাবার দেয়া হয় ও প্রশাসনের অনুমতি ছাড়াই মূল্যবৃদ্ধি করা হয়েছে ৷ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনসহ নিয়মিত খাবারের ভেতর মেটাল ও পোঁকা পাওয়া গেলে আমারা খাব কী আমাদের এই সমস্যাগুলো দেখবে কে।
বিষয়টি নিয়ে ক্যান্টিন পরিচালক বেলাল হোসেনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি৷
সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ খাবার নিয়ে এসব সমস্যা নতুন নয় ৷ অনেকেই বাধ্য হয়ে এসব পঁচা বাসি খাবার খেয়ে জীবনধারণ করছে ৷ হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নিয়ে কোন কার্যকারী পদক্ষেপ নিচ্ছে না ৷
এ বিষয়ে শেরে বাংলা হলের প্রোভোস্ট আবু জাফর মিয়া বলেন, এ বিষয়টি আমার জানা নেই ৷ আমি এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মোঃ খোরশেদ আলমকে জানালে তিনি বলেন আমি বিষয়গুলো নিয়ে হলের প্রভোস্টদের সাথে কথা বলব।