বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে পিকআপ ভর্তি ২১ড্রাম জাটকা জব্দ করেছে থানা পুলিশ। পাশাপাশি সাধন সরদার ও আব্দুর রহমান রিমন নামে দুইজনকে আটক করেছেন তারা।
শনিুবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ব্রিজে অভিযান চালায় এয়ারপোর্ট থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হেলালউদ্দিন জানান, দুপুরে গোপন সংবাদে পুলিশ জানতে পারে বিপুল পরিমান জাটকা তালতলী থেকে বরিশাল হয়ে ঢাকার উদ্দেশ্যে বিক্রির জন্য নেয়া হচ্ছে। এমন খবরে রহমতপুর ব্রিজ এলাকায় অভিযানে একটি পিকআপে তল্লাশি চালিয়ে ২১ড্রাম জাটকা ও তার থেকে ছোট ইলিশের পোনা জব্দ করা হয়। এসময় পিকআপ চালক ও তার সহযোগীকে আটক করা হয়।
আটককৃতর বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছি জানিয়ে তিনি বলেন, মৎস্য অফিসের সহায়তায় জাটকাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।