মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচিত হওয়ার আগে তার ব্যক্তিগত অফিস থেকে গোপন নথি উদ্ধার তদন্তে বিশেষ পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এ নিয়োগ দেন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন বিচার বিভাগের সাবেক শীর্ষ কর্মকর্তা রবার্ট হুর এ তদন্তের নেতৃত্ব দেবেন।
মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেছেন, গত ২০ নভেম্বর দ্বিতীয় দফায় গোপনীয় নথি ডেলাওয়্যারের উইলমিংটনে বাইডেনের বাড়ি থেকে পাওয়া গেছে। তিনি আরও যোগ করে বলেন, বৃহস্পতিবার সকালে বাইডেনের আইনজীবীরা তদন্তকারীদের ডেকে তাদের একটি অতিরিক্ত নথির বিষয়ে অবহিত করেন, যা প্রেসিডেন্টের নিজ বাড়িতেও পাওয়া গেছে।
মার্কিন অ্যাটর্নি জন লাউশের প্রাথমিক তদন্তের পর গারল্যান্ড বলেন, তার অফিস সিদ্ধান্ত নিয়েছে, বিষয়টির ‘উদ্ভূত পরিস্থিতিতে’ বাইডেনের নথি পরিচালনার তদন্ত করার জন্য বিশেষ পরামর্শকের প্রয়োজন।
সম্প্রতি পেন বাইডেন সেন্টার থেকে প্রথম দফায় গোপনীয় নথি উদ্ধার হয়। বাইডেন ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত হোয়াইট হাউজ থেকে প্রায় এক মাইল দূরে অবস্থিত পেন বাইডেন সেন্টার অপ্রশাসনিক কাজের জন্য ব্যবহার করতেন।