বানারীপাড়া প্রতিনিধি
বরিশালের বানারীপাড়া উপজেলার ৫নং সলিয়াবাকপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ধারালিয়া গ্রামের আব্দুস সালাম সরদারের বাড়ির গাছের সাথে ঝুলন্ত অবস্থায় জাহানারা বেগম (৫০) নামের এক বিধবা নারীর লাশ উদ্ধার করেছে বানারীপাড়া থানা পুলিশ। থানা সুত্রে জানাযায় লাশটি পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার ৯নং সুঠিয়াকাঠি ইউনিয়নের ১নং ওয়ার্ড বালীহারি গ্রামের মৃত. আবুল কালাম আজাদের স্ত্রীরর।
৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে ধারালিয়া গ্রামের স্থানীয় বাসিন্দারা অজ্ঞাত এক নারীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে বানারীপাড়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থা থেকে ওই মহিলার লাশ উদ্ধার করে। লাশের ঝুলন্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখে তার ছেলে মেহেদি হাসান জিকরুল, মেয়ে জান্নাতুল, জাহানারা বেগমের ভাই জাহাঙ্গির ও রহিম বানারীপাড়ায় এসে লাশের পরিচয় সনাক্ত করেণ।
যে গাছের সাথে জাহানারা বেগমের গলায় ফাঁস দেয়া মৃতদেহ পাওয়া গেছে, ওই গাছে সে কিভাবে উঠল এবং সে কি করে এতো দুরে আসলো এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয় সচেতন মহলে।
এ বিষয়ে বানারীপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোমিন উদ্দিন জানান, জাহানারা বেগমের স্বজনরা বলেছেন তিনি মানসিক ভারসাম্যহীন এবং তা প্রমাণ করার জন্য কিছু কাগজপত্র দেখান তারা, এবং সেই প্রেক্ষিতে লাশ নিয়ে যেতে বরিশাল জেলা প্রশাসক মহোদয় বরাবরে আবেদন করেণ। সেখান থেকে অনুমতি পাওয়ার পরেই জাহানারা বেগমের লাশ (ময়না তদন্ত) ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে এবিষয়ে একটি ইউডি মামলা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।