সমাজের পিছিয়ে পড়া ছিন্নমূল শীতার্থ মানুষদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছে গ্রামীণ ব্যাংক। কনকনে তীব্র শীতে যখন জীবন সংগ্রামী মানুষগুলো অনেকটা নতজানু হয়ে পড়েছেন,ঠিক তখনি বরিশালের বানারীপাড়ায় সংগ্রামী হতদরিদ্র অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন গ্রামীণ ব্যাংক।
শৈত্যপ্রবাহের কবল থেকে যাতে করে একটু প্রশান্তি পায় তার জন্যই গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বানারীপাড়া এরিয়ার ১০টি শাখার হতদরিদ্র সদস্যের মাঝে গত কয়েকদিন ধরে কম্বল বিতরণ করা হয়েছে।
৯ জানুয়ারি (সোমবার) বানারীপাড়া শাখায় কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এরিয়া ম্যানেজার মো. সিরাজুল ইসলাম, প্রোগাম ম্যানেজার মো. ফারুক-উল ইসলাম, এছাড়াও প্রতিটি শাখার ব্যবস্থাপকগণ এবং সহকর্মীরাও এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে কম্বলসহ দেশের প্রচলিত পর্বনে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য দেয়াসহ তাদেরকে বিনা সুদে ঋণ বিতরণ করে স্বাবলম্বী হতে সহযোগীতা করছেন বলেও জানান ব্যাংক কর্মকর্তারা।